Monday, September 2, 2013

তুষারময় ধুসর সাঁঝে, হ্রদের পাড়ে বনমাঝে






(রবার্ট ফ্রস্টের “
Stopping by Woods on a Snowy Evening ” অবলম্বনে ভাবানুবাদ)
                   

জানি বলে মনে হয় বন খানা কার,
বাস তার ওই গাঁয়ে লিখে দিনু, আর-
দেখছেনা সে আমারে বসে এই খানে,
দৃষ্টি এ বনে জমা তুষারের পানে।

“অনিয়ম, অনিয়ম” ভাবে মোর ঘোড়া,
“কেন থামা হল কোন গোলাবাড়ি ছাড়া?”
কেন এই বনমাঝে, জমে যাওয়া হ্রদপাড়ে,
সাঁঝেরই অন্ধকারে, কোন হেতু ছাড়া?

ঝাঁকি দিয়ে ওঠে রাশে, ভাবখানা যেন-
“কোন ভুল হল কিনা, ভাবলেনা কেন?”
মাতাল হিমেল হাওয়া বয়ে যায় ছন্দে
সেই তান বেজে যায় মনে মৃদু মন্দে।

এই বন মনোরম, সুগভীর এই আঁধার
 তবু মনে পড়ে যায়, বাকি কথা রাখিবার,
শয়নের পূর্বেই বহু পথ পাড়িবার,
আরও বহু পথ বাকি মোর শয়নে যাবার।


আসিফ বায়েজিদ
৩ সেপ্টেম্বর, ২০১৩
(প্রথম ১০ পঙক্তি ২০০৯ এ অনুদিত)