Wednesday, May 8, 2013

যন্ত্রনগরে খানিকটা আকাশ



নগর জীবনে এতো ব্যস্ততার চাপে পরিচিত আপনজনদের মুখের দিকে তাকিয়ে একটু স্বস্তির হাসি মেলাই আজকাল ভার হয় পড়েছে। মুক্ত খোলা হাওয়ায়, গেলো গ্রীষ্মের অসহ্য দাবদাহে প্রাণ যায় যায় দশা। বাসে ঝুলে, ঝাঁ ঝাঁ রোদ্দুরে হেঁটে, দিনভর দুশ্চিন্তা আর পরিশ্রমে জর্জরিত অন্যান্য ঢাকাবাসী’র মতো আমারও ইচ্ছে করে নির্মল কিছু সময় কাটাতে। সেই সময়টুকুর খোঁজেই ছবি তোলার শখ। বহু আকাঙ্খিত সেই মুক্তির সন্ধানে, অবাক করা হলেও, খুঁজে পেলাম আকাশের কিছু ছবি। আমাদের আকাশ কিন্তু খুব অসুন্দর না, এক চিলতে পরিমান খুঁজে পাওয়াই ভার কেবল।

পাঠকের বিচার এবং মন্তব্যের অপেক্ষা করে রইলাম। বলাই বাহুল্য ছবিগুলি মুঠোফোনে ধারণ করা, মডেল নোকিয়া কোম্পানির এন-৯৭।



                                      নিউমার্কেটের সাম্নে’র রাস্তাটা থেকে...






                                   ঢাবির ভিসি চত্ত্বর থেকে তোলা অদ্ভূত মেঘ...







                 পূবপানে মেঘলা ভোর, বারান্দা থেকে, ফোকাস হয়েছে বারান্দার বেরসিক গ্রিল...



 





                                                           পলাশী মোড়ে...



 




                                          রোদচশমা’র ভিতর দিয়ে তোলা।

 






                                                   ঢাবি মল চত্তর থেকে।


 




                                                  “এই মেঘ রৌদ্র ছায়া”


 






                                                                 মেঘ-পাখি



 










                                                                                 অলস দুপুরে








                                                      লালবাগ কেল্লায়